ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারি স্কুলে ভর্তিতে ৪০ শতাংশ ’এলাকা কোটা’

প্রকাশিত: ২২:০৩, ২০ অক্টোবর ২০১৫

সরকারি স্কুলে ভর্তিতে ৪০ শতাংশ ’এলাকা কোটা’

অনলাইন রিপোর্টার ॥ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ৪০ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি সংক্রান্ত এক সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক) রুহী রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থী ভর্তিতে ‘এলাকা কোটা’ চালুর সুপারিশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। রুহী রহমান বলেন, সুপারিশ অনুযায়ী কোনো এলাকার স্কুলে সেই এলাকারই ৪০ শতাংশ শিক্ষার্থীকে আগে ভর্তি করতে হবে। বাকি আসনে এলাকার বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে একমত হলেও বিষয়টি চূড়ান্ত করবেন শিক্ষামন্ত্রী ও সচিব। এছাড়া এবার জেলা পর্যায়েও প্রথম শ্রেণিতে অনলাইনে আবেদন করে শিক্ষা শিক্ষার্থী ভর্তি করাতে হবে বলে জানান রুহী রহমান। বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়ায় ঢাকা মহানগরসহ অন্য মহানগরে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×