ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২০১৪ সালে অপরাধে জড়িত যুক্তরাষ্ট্রের ৫১ পুলিশকে হত্যা

প্রকাশিত: ২২:১৯, ২০ অক্টোবর ২০১৫

২০১৪ সালে অপরাধে জড়িত যুক্তরাষ্ট্রের  ৫১ পুলিশকে হত্যা

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে ২০১৪ সালে দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন ৯৬ জন পুলিশ কর্মকর্তা । তাদের মধ্যে ৫১ জন গুরুতর অপরাধমূলক কর্মকান্ডকালে মারা যান। সোমবার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন একথা জানায়। অপরাধমূলক কর্মকান্ডের কারণে নিহত পুলিশ কর্মকর্তাদের এ সংখ্যা আগের বছরের তুলনায় উল্লেখযোগভাবে অনেক বেশী। ২০১৩ সালে এ সংখ্যা ছিল মাত্র ২৭ জন। উল্লেখ্য, এসব প্রাণহানি কর্তব্য পালনকে দুর্ঘটনাবশত: ঘটেছে এমন কথা নাকচ করে দেয়া হয়েছে। তবে ২০১০ ও ২০০৫ সালের তুলনায় এ সংখ্যা এখনো কম। ২০১০ সালে এমন ঘটনায় ৫৬ জন এবং ২০০৫ সালে ৫৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হন। এফবিআই এই পরিসংখ্যান এমন এক সময় প্রকাশ করলো যখন যুক্তরাষ্ট্রে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হওয়া লোকের সংখ্যা নিয়ে বিতর্ক চলছে। ব্যুরোর ইউনিফর্ম ক্রাইম রিপোর্টিং কর্মসূচির আওতায় ১৮ হাজারের বেশী স্থানীয় সূত্র থেকে উপাত্ত সংগ্রহ করে এবং যুক্তরাষ্ট্রে স্বাধীন আইন প্রয়োগকারী সংস্থা এ সংক্রান্ত উপাত্ত দিয়ে থাকে।
×