ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডোমারে রোগ যন্ত্রনায় বৃদ্ধের আতœহত্যা

প্রকাশিত: ২২:৩৫, ২০ অক্টোবর ২০১৫

ডোমারে রোগ যন্ত্রনায় বৃদ্ধের আতœহত্যা

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ দীর্ঘদিনের পেটের রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে মনিরাজ(৮০) নামের এক বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আতœহত্যা করেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামে। বৃদ্ধ মনিরাজ ওই গ্রামের মৃত মতিরাজের ছেলে। আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে। তবে পরিবারের সদস্যদের আবেদনে প্রেক্ষিতে থানায় একটি ইউডি মামলার পর লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পেটের ব্যথার যন্ত্রনা সহ্য করতে না পেরে ওই বৃদ্ধ নিজ বাড়ীর গোয়াল ঘরের বাঁশের সড়ে গলায় দড়ি দিয়ে আতœহত্যা করে। ডোমার থানার (এসআই) মজনু মিয়া জানান ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করা হয়। কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।
×