ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী বিকৃত ছবি ফেইসবুকে প্রকাশ ॥ দাউদকান্দিতে গ্রেফতার ১

প্রকাশিত: ২২:৪২, ২০ অক্টোবর ২০১৫

প্রধানমন্ত্রী বিকৃত ছবি ফেইসবুকে প্রকাশ ॥  দাউদকান্দিতে গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করায় গতকাল সোমবার গভীর রাতে জামায়াত পন্থী শিক্ষক কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষক কামরুজ্জামান গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক। সে বরিশাল জেলা কোতয়ালীর থানার ইছাগুড়া গ্রামের রওন আলী খানের ছেলে। দাউদকান্দি মডেল থানা পুলিশ ও স্কুল সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের জামায়াত পন্থী শিক্ষক কামরুজ্জামান তার ফেইসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জরিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিকৃত ছবি প্রকাশ করে। বিষয়টি দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের নজরে আসে। তিনি রাতেই গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামানকে ওই স্কুল শিক্ষককে আটকের নির্দেশ দেন। বিষয়টি আচ করতে পেয়ে শিক্ষক কামরুজ্জামানসহ সহকারী প্রধান শিক্ষক সেলিম তালুকদার, আবুল কাউসার, আয়ুইব আলী রাতে পালিয়ে যাওয়ার সময় গৌরীপুর বাসষ্ট্যান্ড থেকে কামরুজ্জামানকে আটক করা হলে ও বাকীরা পালিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে আটককৃত শিক্ষককে দাউদকান্দি মডেল থানার হেফাজতে নেওয়া হয়। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওয়াদুদ সরকার বলেন, আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিম তালুকদার জামায়াত থেকে বিএনপিতে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করে জামায়াত পন্থী শিক্ষকদের নিয়ে গোপনে জামায়াতের কার্যক্রম পরিচালনা করত। গৌরীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম জানান, শিক্ষক হয়ে যে ধরণের কাজ করছে এতে আমাদের পুরো শিক্ষক সমাজকে কলংকিত করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন পর্যন্ত দাউদকান্দির মাটিতে জামায়াত পন্থীরা যাতে রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ করতে না পারে সেই দিকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, গ্রেফতারকৃত শিক্ষককের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×