ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোমনায় এক ব্যাক্তির বাড়ী থেকে ১৫টি ডিমসহ গোখরা সাপ উদ্ধার

প্রকাশিত: ২২:৪৮, ২০ অক্টোবর ২০১৫

হোমনায় এক ব্যাক্তির বাড়ী থেকে ১৫টি ডিমসহ গোখরা সাপ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ কুমিল্লার হোমনায় সংবাদপত্র বিক্রেতার বাড়ী থেকে ১৫টি ডিমসহ ১টি বিষাক্ত গোখড়া সাপ উদ্ধার করেছে সাপুরে মোঃ রমজান। আজ মঙ্গলবার সকালে উপজেলার মহিষমারী গ্রামের মৃত আব্দুস সোবহান মোল্লার ছেলে ও সংবাদপত্র বিক্রেতা (হকার) ছাদেক মোল্লার বসতঘর থেকে এ সাপটি উদ্ধার করা হয়। জানা যায়, উপজেলার মহিষমারী গ্রামের মৃত সোবহান মোল্লার ছেলে মোঃ ছাদেক মোল্লা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার হোমনায় প্রত্রিকা বিক্রি করে আসছে। গত সোমবার গভীর রাতে ঘরের মধ্যে ফোঁস ফোঁস শব্দ শুনে আঁতকে উঠে। পরে খাটের নিচে একটি সাপের খোলস দেখতে পায়। মঙ্গলবার সকালে স্থানীয় সমাজ সেবক মোঃ মোজাম্মেল ভূঁইয়ার মাধ্যমে সাপুরে মোঃ রমজানকে মোবাইল ফোনে খবর দিলে সে ঘরের মধ্যে ঔষধ ছিটিয়ে ঘরের মাটি খুঁড়ে শত শত উৎসুক মানুষের সামনেই ১৫টি ডিমসহ ১টি বিষাক্ত গোখড়া সাপ বের করে আনে। সাপুরে রমজান জানায়, তিনি ভারতের আসাম থেকে সাপ ধরার কৌশল শিক্ষা নিয়ে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় গিয়ে সাপ ধরে থাকে । বর্তমানে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে পরিবার নিয়ে বসবাস করেন।
×