ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নয় বছর পর কানাডায় লিবারেল পার্টির জয়

প্রকাশিত: ২২:৫২, ২০ অক্টোবর ২০১৫

নয় বছর পর কানাডায় লিবারেল পার্টির জয়

অনলাইন ডেস্ক ॥ কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে লিবারেল পার্টি। এর মাধ্যমে অবসান ঘটলো কনজারভেটিভদের নয় বছরের শাসনের। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা) নিউফাউন্ডল্যান্ডে শুরু হয় এ ভোট। বিরতিহীনভাবে চলে তা শেষ হয় দেশটির পশ্চিমে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টা)। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ত্রুদোর ছেলে জাস্টিন ত্রুদোর নেতৃত্বাধীন লিবারেলরা ১৭৮টি আসনে জয় পেয়েছে। দলটি ভোট পেয়েছে ৩৯ দশমিক ৫ শতাংশ। সরকার গঠনে কানাডার ৩৩৮ আসনের সংসদে ন্যূনতম ১৭০টি আসনে জয় নিশ্চিত করতে হয়। আর স্টিফেন হার্পারের নেতৃত্বাধীন কনজারভেটিভরা এগিয়ে রয়েছে ৯৭টি আসনে। দলটি ভোট পেয়েছে ৩২ দশমিক ১ শতাংশ। এছাড়া টমাস মালকেয়ারের নেতৃত্বাধীন বামপন্থি নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ১৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছে ৩২টি আসনে। চার দশমিক আট শতাংশ ভোট পেয়ে ব্লক কুইবেকয়েস নিশ্চিত করেছে ১০ আসনে জয়। আর তিন দশমিক তিন শতাংশ ভোট পেয়ে এক আসনে জয় পেয়েছে গ্রিন পার্টি।
×