ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে দুর্গা মন্দিরে হামলা ॥ আটক-৭

প্রকাশিত: ২৩:১১, ২০ অক্টোবর ২০১৫

বরিশালে দুর্গা মন্দিরে হামলা ॥ আটক-৭

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার প্রত্যন্ত পূর্ব হারতা সার্বজনীন দূর্গা মন্দিরে একদল সন্ত্রাসীরা সোমবার রাতে হামলা চালিয়ে তিনটি প্রতিমা ও আসবাবপত্র ভাংচুরসহ সাজসজ্জা তছনছ করেছে। হামলাকারীরা চার নারী পূজারীকে লাঞ্ছিতসহ ৫জনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে গ্রামবাসী ধাওয়া করে তিনটি মোটরসাইকেলসহ হামলাকারী সাতজনকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরেন রায় জানান, সোমবার দুপুরে পূজার চাঁদা তোলার সময় পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী গ্রামের জনৈক মেহেদী হাসানের মটরসাইকেল থামানোকে কেন্দ্র করে চাঁদা উত্তোলনকারীদের বাকবিতন্ডা হয়। এঘটনার জেরধরে রাত আটটার দিকে মেহেদীর নেতৃত্বে মান্নান মৃধা, মানিক মৃধাসহ ১০/১২ জন সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে আকস্মিকভাবে এসে মন্দিরে হামলা চালায়। হামলাকারীরা মন্দিরের গনেশ, কার্তিক ও অশুরের প্রতিমা ও চেয়ার-টেবিল ভাংচুরসহ সাজসজ্জা তছনছ করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×