ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে মৃৎশিল্পীদের সপ্তম সম্মেলন ও সম্মাননা

প্রকাশিত: ২৩:১৭, ২০ অক্টোবর ২০১৫

বরিশালে মৃৎশিল্পীদের সপ্তম সম্মেলন ও সম্মাননা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রতিমা তৈরীর পালদের নিয়ে নগরীতে মঙ্গলবার সপ্তম মৃৎশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শেষে মৃৎশিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। বেলা সাড়ে ১১টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে এই অন্ঠুানের সূচনা হয়। অশ্বিনী কুমার টাউন হলে বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন। উদ্বোধণী সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বিশিষ্ট কলামিস্ট অজয় দাস গুপ্ত, সমাজসেবক রাখাল চন্দ্র দে, শিল্পী সাইফুল হক জুইস, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সৈয়দ দুলাল প্রমুখ। সম্মেলনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত মৃৎশিল্পীদের সম্মাননার পাশাপাশি বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
×