ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠি অঞ্চলে ৩০০ বছরের প্রাচীন পূজা রায়ের বাড়ী অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৩২, ২০ অক্টোবর ২০১৫

ঝালকাঠি অঞ্চলে ৩০০ বছরের প্রাচীন পূজা রায়ের বাড়ী অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠিতে এই অঞ্চলের প্রাচীনতম ৩০০ বছরের দূর্গাপূজা ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের আলোকদিয়া গ্রামের রায়ের বাড়ী অনুষ্ঠিত হয়ে আসছে। এই বুনিয়াদি পরিবারের প্রজন্ম উত্তর প্রজন্ম ধরে এই পূজা আয়োজন চলে আসছে। এটি তাদের পারিবারিক পূজা। এক সময় এই পূজা উপলক্ষ্যে মহিষ বলি হত কিন্তু বর্তমানে এখন মহিষের স্থলে পাঠা বলি দেয়া হয়। এই মন্দিরে ৩০০ বছর ধরে একটি ব্রাক্ষ্মন পরিবারও ধারাবাহিক ভাবে প্রজন্মতোত্তর প্রজন্ম কুল পূরোহিত হিসাবে পূজা অর্চনা করে যাচ্ছে। এদের কাছে রয়েছে প্রাচীন তাল পাতায় লেখা চন্ডী গ্রন্থ ও ২০০ বছরের পূরাতন পূজা পদ্ধতির একটি বই। এই পরিবারের পশু বলির জন্য পুরাতন খরগো চুরি হওয়ার পরে পরবর্তী প্রজন্মের হাতে তৈরি করা খরগের বয়সও ১০৫ বছর। এখনও এই পূজা উপলক্ষ্যে নবমীর দিন গ্রামের মানুষের জন্য দুপুরে ডালভাত এর আয়োজন চলে আসছে। এই বাড়ীর পূরাতন মন্দির জরাজীর্ন হয়ে যাওয়ার পরে বর্তমান প্রজন্ম নতুন পাঁকা মন্দির নির্মান করেছে। এই পরিবারের কলে পুরোহির বর্ষিয়ান অশোক বন্ধোপাধ্যায় জানান, আলোকদিয়া রায়ের বাড়ীর এই পূজা ৩০০ বছর অতিক্রম করেছে। তাদের পরিবার ও প্রজন্মর পর প্রজন্ম ধরে এই পূজায় পুরোহিতের দায়িত্ব পালন করে আসছে।
×