ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে শারদীয় দূর্গা পুজা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন

প্রকাশিত: ২৩:৩৩, ২০ অক্টোবর ২০১৫

ঝালকাঠিতে শারদীয় দূর্গা পুজা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জেলায় ১৭২টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পুজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সপ্তমি পূজার দিন সকাল থেকেই প্রশাসন স্থরের শীর্ষ কর্মকর্তারা পূজা মন্ডপগুলি পরিদর্শন শুরু করেছে। মঙ্গলবার সকাল ১১ টায় ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঝালকাঠি শহরের কালীবাড়ীর দূর্গা মন্ডপ ও আখরাবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেছে। ধারাবাহিক ভাবে এদিন ঝালকাঠি জেলার উপজেলাগুলির পূজা মন্ডপ পরিদর্শনকালে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন। পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, জেলায় পূজা মন্ডপগুলি নিরাপত্তার জন্য পূলিশ সহ আনসার ভিডিপি মিলে ১৩০০ নিরাপত্তা কর্মী নিয়োজিত করা হয়েছে। এছাড়াও আরআরএফ এপিএন ফোর্স রয়েছে। র‌্যাব ও পুলিশের মোবাইল টিম সার্বক্ষনিক টহলে রয়েছে। এপর্যন্ত জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং এই পরিবেশ অক্ষত রেখেই এই শারদীয় উৎসব শেষ করা হবে।
×