ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

প্রকাশিত: ২৩:৩৯, ২০ অক্টোবর ২০১৫

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ নানা আয়োজনে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। “উন্নত পরিসংখ্যান, উন্নত জীবন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ মাসুদ রানা। জেলা পরিসংখ্যান অফিস ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক শেখ আব্দুল মোতালেবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাজিমুল ইসলাম, আকবর আলী প্রমুখ। বক্তাগণ পরিসংখ্যান অফিসের বিভিন্ন বিষয় নিয়ে নানামুখী আলোচনা করেন। র‌্যালীতে পরিসংখ্যান অফিসের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
×