ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০০:১১, ২০ অক্টোবর ২০১৫

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ কারখানা হস্তান্তর নিয়ে আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকদের উপর মালিকপক্ষের হামলায় আহত হয়েছে অন্তত ৬ জন শ্রমিক। মঙ্গলবার সকালে আশুলিয়া থানাধীন জামগড়া বটতলা এলাকায় ‘গ্রীণ লাইফ ক্লথিং গার্মেন্টস’ নামক পোশাক কারখানায় এঘটনা ঘটে। জানা গেছে, মালিক পক্ষ নানা অজুহাতে কারখানাটি আশুলিয়ার কুমকুমারী এলাকায় হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করে। শ্রমিকরা এ সময় নতুন কোন যায়গায় গিয়ে কাজ করবে না মালিক পক্ষকে জানালে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পোশাক কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দেয়। মঙ্গলবার সকালে শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেয়াার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করলে শ্রমিকদের উপর লাঠিপেটা করে মালিকপক্ষের পালিত সন্ত্রাসী বাহিনী। এতে আহত হয় অন্তত ৬ জন শ্রমিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুরিশ মোতায়েন রয়েছে।
×