ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সকল ধর্মের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে ॥ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২:৫৯, ২০ অক্টোবর ২০১৫

সকল ধর্মের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে ॥ প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেছেন, আপনারা এ মাটিতে জন্ম নিয়েছেন। আপনারা এ মাটির সন্তান। আপনারা এ মাটিতে বসবাস করেন। ধর্মবর্ণ নির্বিশেষে সকলে বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছেন। সে রকম আত্মবিশ্বাস নিয়েই বসবাস করবেন। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে প্রথমে ঢাকেশ্বরী মন্দিরে যান। পরে পরিদর্শন করেন রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয় শিশুরা। রামকৃষ্ণ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন তিনি। সেখানে বক্তব্যের শুরুতেই হিন্দু ধর্মের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান শেখ হাসিনা। দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পূজা কমিটি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান অধিকার। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা সকল ধর্মের অধিকার সংবিধানে নিশ্চিত করেছি।” দেশে সব ধর্মের মানুষ শান্তিতে থাকুক এ প্রত্যাশা করে শেখ হাসিনা বলেন, “মানবতার জয় হোক এটাই আমাদের কামনা।”
×