ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আনকোরা প্রোটিয়াদের কাছেই কুপোকাত ‘এ’ দল

প্রকাশিত: ০৩:০০, ২০ অক্টোবর ২০১৫

আনকোরা প্রোটিয়াদের কাছেই কুপোকাত ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার ॥ না দলটি পরিচিত। না দলটির ক্রিকেটাররা। দক্ষিন আফ্রিকার এমন আনকোরা দলের কাছেই হারল বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়ায় আইরিন ভিলেজার্সের কাছে একদিনের প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটের হার হল শুভগত হোমের দলের। ব্যাটিংয়ে ৬৮ রান নিয়ে রনি তালুকদার ও বোলিংয়ে একাই ৫ উইকেট নিয়ে পেসার আল আমিন হোসেন ছাড়া আর কেউই ঝলক দেখাতে পারলেন না। নিয়তি তাই হারই হল। বাংলাদেশ ‘এ’ দল ২৭২ রান করল, ৬ উইকেট হারিয়ে আইরিন ভিলেজার্স ২৭৩ রান করে জয় তুলে নিল। জিম্বাবুইয়ে গিয়ে জিম্বাবুইয়ে ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের একদিনের ও দুই ম্যাচের চারদিনের সিরিজ খেলার আগে দক্ষিন আফ্রিকা সফরে যায় বাংলাদেশ ‘এ’ দল। ক্রিকেটাররা জিম্বাবুইয়ে যাওয়ার আগে প্রস্তুতি যেন ভালভাবে সেরে নিতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সুযোগটি তৈরী করে দেয়। কিন্তু শুভগত, সৌম্য সরকার, রনি, লিটন কুমার দাস, সাব্বির রহমানরা হতাশই করলেন। ভারত ‘এ’ দলের বিপক্ষে যেমন হতাশ করেছেন, এবার আফ্রিকা মিশনের শুরুতেই ধাক্কা খেলেন তারা। আজ একই দলের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে। দেখা যাক সেটিতে কী করেন শুভগতরা।
×