ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিয়ালের বিরুদ্ধে উদযাপন করবেন না ডি মারিয়া

প্রকাশিত: ০৩:০০, ২০ অক্টোবর ২০১৫

রিয়ালের বিরুদ্ধে উদযাপন করবেন না ডি মারিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের বিবর্তনে কত কিছুই না পাল্টে যায়। অ্যাঞ্জেল ডি মারিয়া একসময় ছিলেন রিয়াল মাদ্রিদের ফুটবলার। স্প্যানিশ পরাশক্তিদের রেকর্ড দশম চ্যাম্পিয়ন্স লীগ জয়ে অসামান্য অবদানও রেখেছিলেন। কিন্তু চার বছর সান্টিয়াগো বার্নাব্যুতে থেকে প্রিয় ক্লাব ছেড়ে আসেন আর্জেন্টাইন তারকা। পরবর্তীতের ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে তিনি এখণ ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের খেলোয়াড়। বুধবার রাতে পিএসজির হয়ে সাবেক ক্লাব রিয়ালের বিরুদ্ধে মাঠে নামবেন ২৭ বছর বয়সী মারিয়া। তবে ম্যাচটির আগে সাক্ষাতকারে অ্যাটাকিং এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি সাবেক ক্লাবের বিরুদ্ধে গোল পেলেও উদযাপন করবেন না। এ প্রসঙ্গে ডি মারিয়া বলেন, আমি যদি গোল করিও, তাহলেও উদযাপন করব না। কারণ রিয়ালের অভিজ্ঞতা, সেখানকার স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না। সাবেক দলের বিরুদ্ধে প্রতিটি মুহূর্ত আমার মনে গেঁথে আছে। অবশ্য তিনি নিজের বর্তমান দলকে নিয়ে বেশ আশাবাদী। বলেন, চ্যাম্পিয়ন্স লীগ জয়ের জন্য আমরা এক সঙ্গে লড়ব। এখানে আসার পর পিএসজির খেলোয়াড়দের মানটা বুঝতে পেরেছি। আমাদের যে খেলোয়াড় আছে, তাদের নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারি। ২০১৪ সালের গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ডি মারিয়াকে বিক্রি করে দেয় রিয়াল। সে সময় আর্জেন্টাইন এই তারকা জানিয়েছিলেন, সান্টিয়াগো ব্যার্নাব্যুতে তার সমাদর কমে গিয়েছিল। ম্যানইউতে এক মৌসুম কাটিয়ে চলতি মৌসুমে পিএসজিতে পাড়ি জমান ডি মারিয়া। রিয়ালে সমাদর কমে যাওয়ায় চলে এসেছিলেন ওল্ডট্রাফোর্ডে। কিন্তু সেখানেও মানিয়ে নিতে পারেন নি। ম্যানইউর কোচ লূইস ভ্যান গাল মোটেও পছন্দ করতে না মারিয়াকে। পিএসজিতে আসার পর সেটা তিনি অকপটে বলেছেন। অবশ্য প্যারিসে এসে বেজায় খুশি মারিয়া।
×