ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিতল ঢাকা আবাহনী

ইস্ট বেঙ্গলের কাছে হারল চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ০৫:২৮, ২১ অক্টোবর ২০১৫

ইস্ট বেঙ্গলের কাছে হারল চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি ম্যাচই ছিল ‘বি’ গ্রুপের। এতে বাংলাদেশের এক আবাহনীর জয়ের দিনে হেরেছে আরেক আবাহনী। প্রথম ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ৩-২ গোলে হারায় পাকিস্তানের করাচী ইলেক্ট্রিক ফুটবল ক্লাবকে। দ্বিতীয় ম্যাচে (রাতে অনুষ্ঠিত) ভারতের কিংফিশার ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। দ্বিতীয় ম্যাচে বিজয়ী দলের হয়ে গোল করেন ৩২ মিনিটে ইস্ট বেঙ্গলের মোহাম্মদ রফিক ও ৭২ মিনিটে প্রহ্লাদ রায়। ৭৮ মিনিটে আবাহনীর হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের ক্রসে এলিটা কিংসলে মাথা ছোঁয়ানোর পর ইস্ট বেঙ্গলের বেল্লো রাসাকের মাথায় লেগে বল জালে জড়ায়। জয় দিয়ে ‘বি’ গ্রুপের খেলা শুরু করলেও শিষ্যরা চাওয়া পূরণ করতে পারেননি বলে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় জানান ইস্ট বেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য -জিতেছি, কিন্তু এটাই আমার ছেলেদের সেরা খেলা নয়। তারা আরও ভাল খেলতে পারে। সামনের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে চট্টগ্রাম আবাহনীর কোচ শফিকুল ইসলাম মানিক হারের কারণ হিসেবে বলেন, প্রস্তুতির কমতি ছিল, তবে আমাদের মূল সমস্যা ছিল ফিটনেসে। এই হারে এখনও সব আশা শেষ হয়ে যায়নি। আশা করি পরের দুই ম্যাচ জিতে সেমিতে যেতে পারব। শেখ কামাল ক্লাব কাপ ফুটবলের বর্ণিল উদ্বোধন ॥ স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল। বাবা দেশের রাষ্ট্রপতি ছিলেন। তাই ছেলে হিসেবে চাইলেই অনেক কিছু করতে পারতেন। পারতেন রাজনীতি করতে। কিন্তু তিনি তা করেননি। খেলাধুলা নিয়ে মেতেছিলেন। গড়েছিলেন আবাহনীর মতো ফুটবল ক্লাব। বিভিন্ন খেলাধুলার পৃষ্ঠপোষকতা করেছেন। আমৃত্যু ছিলেন ক্রীড়া অন্তঃপ্রাণ। তার মতো ক্রীড়া সংগঠকের নামে এতদিন কোন খেলাধুলার আসর বসেনি। তবে এবার বসেছে। ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতা।’ মঙ্গলবার প্রথম ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে যার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সাফ ফুটবলের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন। শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে সদস্য সামশুল হক চৌধুরী এমপি, স্থানীয় সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, টুর্নামেন্ট কমিটির চীফ কো-অর্ডিনেটর রুহুল আমিন তরফদার, চট্টগ্রাম পুলিশ কমিশনার আব্দুল জলিল ম-লসহ অনেকে। ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর প্রথম আসর। এতে দুটি গ্রুপে অংশ নিচ্ছে দেশ-বিদেশের আট ক্লাব। ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম দিন। প্রথম ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ৩-২ গোলে পাকিস্তানের করাচী ইলেকট্রিক ফুটবল ক্লাবকে হারিয়ে শুভসূচনা করে। বিকেল সাড়ে ৩টায়। স্টেডিয়ামের বাইরের রাস্তা। মেঘলা আকাশ। তাপমাত্রা বেশ আরামদায়ক। ফুটবলপ্রেমী দর্শকরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকেট কিনছে। সবার মন যেন উৎফুল্ল। যেন ঈদের দিন! আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ খোশ মেজাজে। হকারদের পোয়াবারো। বিক্রি করছে বাংলাদেশের পতাকা, টুপি। ভ্রাম্যমাণ চিত্রকররা দর্শকদের হাতে বা গালে এঁকে দিচ্ছে আল্পনা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর থাকা খাওয়া, আসা যাওয়ার খরচ দেবে আয়োজকরা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার ডলার। রানার্সআপ দল পাবে ১০ হাজার ডলার। অংশগ্রহণ ফি হিসেবে দেশী দল তিন পাবে পাঁচ লাখ টাকা করে। প্রতি ম্যাচে জয়ী দল পাবে এক হাজার ডলার। ম্যাচসেরা খেলোয়াড়েরও পুরস্কার থাকছে। এছাড়া স্টেডিয়ামে আগত দর্শকদের জন্য থাকছে মোটরসাইকেল পুরস্কার। টুর্নামেন্ট শেষ হবে আগামী ৩০ অক্টোবর।
×