ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লাতাকিয়ায় রুশ বিমান হামলায় ৪৫ জন নিহত

প্রকাশিত: ০৫:৪৫, ২১ অক্টোবর ২০১৫

লাতাকিয়ায় রুশ বিমান হামলায় ৪৫ জন নিহত

সিরিয়ার সরকারী বাহিনীর শক্তিশালী ঘাঁটি লাতাকিয়া প্রদেশের উত্তরে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার পর্যবেক্ষণ গ্রুপ একথা জানায়। -খবর এএফপির। ব্রিটিশভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আব্দেল রাহমান বলেন, ‘সোমবার বিকেলে জাবাল আল-আক্রাদ অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছে। তবে বেসামরিক নাগরিকের সংখ্যা কত তা জানা যায়নি।’ তিনি জানান, নিহতদের মধ্যে এক বিদ্রোহী কমান্ডার ও বিদ্রোহী পরিবারের যোদ্ধারা রয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। লাতাকিয়া প্রদেশ সরকারের শক্তিশালী ঘাঁটি হলেও জাবাল আল-আক্রাদ অঞ্চলে মধ্য ও কট্টর ইসলামপন্থী যোদ্ধাসহ বিরোধী বাহিনীর অবস্থান। এ প্রদেশে আসাদের পিতৃপুরুষের ভিটাবাড়ি রয়েছে। আলেপ্পোর কাছে সিরীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী ও সহযোগীরা সোমবার বলেছে, তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী রাষ্ট্রগুলো থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কিছু ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে নতুন করে সরবরাহ পেয়েছে। ভিন্ন ধারার কম্পিউটার ‘সলু’ নামে নতুন ধরনের একটি পোর্টেবল কম্পিউটার তৈরি করেছেন ফিনল্যান্ডের তিন প্রকৌশলী। এটি অনেকাংশেই ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির ওপর নির্ভর করবে। পোর্টেবল হলেও মোবাইলের চেয়ে শক্তিশালী, যে কোন ডেস্কটপ স্ক্রিনে দেখা সম্ভব এমনভাবে ডিজাইন করা এই কম্পিউটারের বাহ্যিক কাঠামো ৪ ইঞ্চি কাঠের তৈরি একটি বাক্সের মতো। -গার্ডিয়ান ‘লঙ্কা রাজা’ চীনের হেনান প্রদেশের লি ইয়ংঝাইকে সবাই ‘চিলি কিং’ বা ‘লঙ্কা রাজা’ নামে ডাকে। তিনি প্রতিদিন অন্তত আড়াই কেজি মরিচ খান। তিনি কখনও মরিচের গুঁড়ো, কখনও কাঁচা বা সিদ্ধ মরিচ খান। এজন্য নিজের বাড়িতে লাগিয়েছেন আটটি ভিন্ন প্রজাতির মরিচ গাছ। মজার কথা, গত আট বছরে তার কোনও ছোট-বড় রোগ হয়নি। চিলি কিং জানান, মরিচ ছাড়া তার আর কোনও খাবার ভালই লাগে না। গত ৬ মাসে দারুণ ঝালের কোনও মরিচ না খেতে পেরে তার মনটা খুব খারাপ। -জি নিউজ
×