ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিচারপতি হাবিবুর রহমান খান আর নেই

প্রকাশিত: ০৭:৫৯, ২১ অক্টোবর ২০১৫

বিচারপতি হাবিবুর রহমান খান আর নেই

স্টাফ রিপোর্টার ॥ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান আর নেই। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ওয়েজ বোর্ড ও ট্রুথ কমিশনের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে বেশকিছু দিন ধরেই তিনি নানা জটিলতায় ভুগছিলেন। গত কয়েকদিন যাবত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে আইসিইউতেও রাখা হয়েছিল। স্বজনেরা জানিয়েছেন, বিচারপতি হাবিবুর রহমান খানের লাশ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা আছে। আজ বুধবার সকালে লাশ গুলশানের বাসায় নেয়া হবে। পরে সেখান থেকে নেয়া হবে মানিকগঞ্জে গ্রামের বাড়িতে। জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা। বরেণ্য এ বিচারপতির মৃত্যুতে এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট মমতাজ বেগম ও এ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন গভীর শোক জানিয়েছেন।
×