ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৮

প্রকাশিত: ১৮:২৩, ২১ অক্টোবর ২০১৫

লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৮

অনলাইন রির্পোটার ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। আজ বুধবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিপ্লব, রহিম, কামরুল, তৈয়ব, বাবুল, লুলুসহ ১২ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।‍ এছাড়া গুরুতর আহত জাহাঙ্গীর শেখ ও হাছেন শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হান্দলা গ্রামের জাকির শেখ ও টুকু শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে টুকু শেখের ছেলে মহি শেখ (১৯) মাঠে ঘাস কাটার সময় জাকির শেখের পক্ষের কয়েকজন মহিকে মারধর করেন। ওই ঘটনার জেরে বুধবার সকালে দুই পক্ষ ঢাল, সড়কি, রামদা, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আধাঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১৮ জন আহত হন। এ সময় তিনটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
×