ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্সেনালের জয়

প্রকাশিত: ১৯:০০, ২১ অক্টোবর ২০১৫

আর্সেনালের জয়

অনলাইন ডেস্ক ॥ বার্য়ান মিউনিখকে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ হারের শঙ্কা উড়িয়ে দিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে কোন গোল না পেলেও দ্বিতীয়ার্ধে আর্সেনালের ২-০ ব্যবধানের জয়ে গোল করেন অলিভিয়ে জিরুদ ও মেসুত ওজিল। মঙ্গলবার রাতে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো আর্সেনাল। আলেক্সিস সানচেস ওজিলকে খুঁজে পেলে ম্যাচের প্রথম পরিষ্কার সুযোগটি পায় স্বাগতিকরা। ওজিলের নিচু শট ঠেকিয়ে সেবার দলকে বাঁচান মানুয়েল নয়ার। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ হারের শঙ্কায় থাকা আর্সেনাল প্রবল চাপ তৈরি করে জার্মানির চ্যাম্পিয়ন দলটির ওপর। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের রক্ষণ সামলানোর দিকেই বেশ মনোযোগ দিতে হয় আর্সেনালকে। জমাট রক্ষণের সঙ্গে চেকের দৃঢ়তায় সুবিধা করতে পারেনি পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। আর্সেনাল দুই গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। ‍ এই হারের পরও ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে রয়েছে বায়ার্ন। জাগরেবকে হারানো গ্রিসের অলিম্পিয়াকোস গোল পার্থক্যে দুই নম্বরে রয়েছে। ৩ পয়েন্ট নিয়ে শেষ দুটি স্থানে আছে আর্সোনাল ও জাগরেব।
×