ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাগরে জলদস্যুর হামলা ॥ দুইজন গুলিবিদ্ধসহ আহত ১৮

প্রকাশিত: ০২:৩৯, ২১ অক্টোবর ২০১৫

সাগরে জলদস্যুর হামলা ॥ দুইজন গুলিবিদ্ধসহ আহত ১৮

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে কামাল মাঝি ও মোহাম্মদ নামে দুইজন গুলিবিদ্ধসহ ১৮ মৎস্যজীবী আহত হয়েছে। জলদস্যুরা মাছসহ ট্রলারের মূল্যবান পার্টস ও মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার ভোরে শহরের কলাতলি পয়েন্ট থেকে আনুমান ১৫ নটিকেল মাইল পশ্চিমে সাগরে এ ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, এফভি নাসের নামে ফিশিংবোটে অতর্কিত গুলিবর্ষণ করে ব্যাপক লুটপাট চালায় সশস্ত্র সংঘবদ্ধ জলদস্যু। মৎস্যজীবী জানায়, সোনাদিয়ার জলদস্যু সর্দার জাম্বু বাহিনী, সরওয়ার বতইল্যা বাহিনী ও দস্যু সম্রাট নাগু মেম্বারের পুত্র নকিব বাহিনী এসব ঘটনা ঘটাচ্ছে প্রতিদিন। তাদের নেতৃত্বে বাঁশখালী, কুতুবদিয়া, হাটখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকার জলদস্যুরা সোনাদিয়া দ্বীপে জড়ো হয়েছে। তারা আরও জানায়, ওইসব বাহিনীতে রয়েছে- সোনাদিয়ার শাব্বির ডাকাত, আব্দুল মোনাফ, মোবারক, আনজু, জাহাঙ্গীর, বক্কর, সাদ্দাম, আবুল কালাম, আব্দুল বারি, শফি ডাকাতসহ অন্তত অর্ধশত জলদস্যু।
×