ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সান্তাহারে অপহৃত তিন শিশু ৬ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ০২:৪৫, ২১ অক্টোবর ২০১৫

সান্তাহারে অপহৃত তিন শিশু ৬ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার॥ বগুড়ার সান্তাহার পৌর শহর থেকে অপহরণের ছয় ঘণ্টার ব্যবধানে তিন শিশুকে উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে অপহরণ হওয়ার পর সন্ধায় তিনজনকে সান্তাহার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বাসার সামনে খেলা করার সময় সান্তাহার শহরের হাউজিং কলোনির প্রবীর কুমার মহন্তের ছেলে প্রেম কুমার (১০) একই এলাকার সুকুমার রায়ের ছেলে সাগর কুমার (১০) এবং আব্দুল মান্নানের ছেলে হৃদয় হোসেনকে (১১) অপহরণকারীরা অপহরণ করে। এরপর বিকেলের দিকে প্রেম কুমারের বাবার মোবাইল ফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এক অপহরণকারী। ঘটনাটি জানার পর আদমদীঘি থানা পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পুলিশের অভিযান আঁচ করতে পেরে অপহরণকারীরা সন্ধার দিকে ওই তিন শিশুকে সান্তাহার শহরের বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়।
×