ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দিনমজুরের স্ত্রী জোছনার চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:২৯, ২২ অক্টোবর ২০১৫

দিনমজুরের স্ত্রী জোছনার চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ অসহায় জোছনা বেগমের (৪০) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দীর্ঘদিন ধরে হাড়ক্ষয় রোগে ভুগছেন। স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তিনি। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু জোছনা বেগমের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। একটি বেসরকারী প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কাজ করেন জোছনা বেগম। তাঁর স্বামী একজন দিনমজুর। পরিবারটির আর্থিক অবস্থা খুব খারাপ। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায় জোছনা বেগমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৪৬৯৪৩৩৮৮ (বিকাশ)। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×