ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ট্রাস্ট ব্যাংক

প্রকাশিত: ০৬:০৩, ২২ অক্টোবর ২০১৫

৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ট্রাস্ট ব্যাংক

৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক। মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকের টায়ার-২ মূলধন বাড়াতে এ বন্ড ইস্যু করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে বন্ড ইস্যু করা হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ট্রাস্ট ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৬৮ কোটি ৮৩ লাখ টাকা এবং অনুমোদিত মূলধনের পরিমাণ ১ হাজার কোটি টাকা। -অর্থনৈতিক রিপোর্টার আর এ কে সিরামিকসের ইপিএস ৩৯.৪৭ % পুঁজিবাজারে তালিকাভুক্ত আর এ কে সিরামিকসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৩৯.৪৭ শতাংশ। আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির এ আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আর এ কে সিরামিকের শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই এ আয়ের পরিমাণ ছিল ৩৮ পয়সা। এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির ইপিএস বেড়েছে ৩৯.৪৭ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×