ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি

স্কুল শিক্ষক কামরুজ্জামান সাসপেন্ড

প্রকাশিত: ০৬:২১, ২২ অক্টোবর ২০১৫

স্কুল শিক্ষক কামরুজ্জামান সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২১ অক্টোবর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশকারী গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। গৌরীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম জানান, মঙ্গলবার রাতেই স্কুল পরিচালনা পর্ষদ জরুরী সভা ডেকে শরীরচর্চা শিক্ষক কামরুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। আধিপত্য বিস্তার ॥ নড়াইলে সংঘর্ষে আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২১ অক্টোবর ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার হান্দলা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের হান্দলা গ্রামের জাকির মেম্বার ও টুকু শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। চবি প্রথম বর্ষে ভর্তির প্রবেশপত্র আজ থেকে ডাউনলোড স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার হতে চবি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। সকল আবেদনকারীকে ইতোমধ্যেই এ সংক্রান্ত ইউজার আইডি ও পাসওয়ার্ডসহ এসএমএস করা হয়েছে। চবি ওয়েবসাইট যঃঃঢ়://িি.িপঁ.ধপ.নফ অথবা টেলিটক ওয়েবসাইট যঃঃঢ়://পঁ.ঃবষবঃধষশ.পড়স.নফ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড/পিন বা যে কোন তথ্য হারিয়ে গেলে তা পুনরায় পেতে যে কোন টেলিটক নম্বর থেকে ঝগঝ: ঈট<>ঐঊখচ<>ঐঝঈ ইঙঅজউ<>ঐঝঈ জঙখখ<>ঐঝঈ ণঊঅজ<>টঘওঞ ঝবহফ ঃড় ১৬২২২ এসএমএস করতে হবে। চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২১ অক্টোবর ॥ স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজিত গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল হাদী শামীম, মাহমুদ হাসান, মঞ্জুরুল ইসলাম প্রমুখ। বিনামূল্যে সার-বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ অক্টোবর ॥ শেরপুরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর এলাকাসহ ১৪ ইউনিয়নের এক হাজার ২শ’ কৃষকের মাঝে ওইসব সার-বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে ভারপ্রাপ্ত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
×