ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাইড ফটো এ্যাওয়ার্ড জিতলেন গাজি নাফিস আহমেদ

প্রকাশিত: ০৬:২৫, ২২ অক্টোবর ২০১৫

প্রাইড ফটো এ্যাওয়ার্ড জিতলেন গাজি নাফিস আহমেদ

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশী ফটোগ্রাফার গাজি নাফিস আহমেদ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিশেষ সাফল্য অর্জন করেছেন। সম্প্রতি নেদারল্যান্ডসের ঐতিহাসিক আমস্টারডামের ওল্ড চার্চে আয়োজিত আন্তর্জাতিক প্রাইড ফটো এ্যাওয়ার্ড-২০১৫ নামের এ প্রতিযোগিতায় তিনি তৃতীয় পুরস্কার অর্জন করেছেন। এ প্রতিযোগিতায় বিশ্বের মোট ৬০টি দেশের তিন হাজার ৮০০ প্রতিযোগী অংশ নেন। এতে তৃতীয় স্থান লাভ করেন বাংলাদেশের গাজি নাফিস আহমেদ। প্রতিযোগিতার ‘স্টোরি অব লাভ এ্যান্ড প্রাইড’ বিভাগে গাজি নাফিসের ‘ইনার ফেস’ নামের ছবিটি এ পুরস্কার জেতে। এ ছবির মাধ্যমে নাফিস এলজিবিটি কমিউনিটির মানুষের মানবাধিকারের মতো স্পর্শকাতর বিষয়টি তুলে ধরেছেন সুনিপুণভাবে। তার এ সিরিজের ছবিগুলো বাংলাদেশের সংস্কৃতিতে তৃতীয় লিঙ্গের মতো মানুষের নিরপত্তাহীনতাসহ অন্যান্যা বিষয় ফুটে উঠেছে। ছবিগুলোর বিষয়বস্তুর প্রশংসা করেছেন খোদ আয়োজক কমিটির সদস্য এবং ছবি বাছাইয়ের জুরি বোর্ডের সদস্যরা। তারা বাংলাদেশের এই তরুণ চিত্রগ্রাহকের ছবির ভূয়সী প্রশংসা করেছেন। গাজি নাফিস আহমেদ লন্ডনের গুলঢাল ইউনিভার্সিটির আর্ট মিডিয়া এ্যান্ড ডিজাইন বিভাগের ছাত্র। এছাড়াও তিনি ফটোগ্রাফি বিষয়ে ডেনমার্কের ডেনিস স্কুল অব মিডিয়া এ্যান্ড জার্নালিজমে পড়াশোনা করেছেন। প্রাইড এ্যাওয়ার্ড এক্সিবিশন সম্প্রতি শুরু হয়েছে। এটি চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানা গেছে।
×