ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা পীযূষ গাঙ্গুলী

প্রকাশিত: ০৬:২৫, ২২ অক্টোবর ২০১৫

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা পীযূষ গাঙ্গুলী

সংস্কৃতি ডেস্ক ॥ বেপরোয়া লরির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পীযূষ গাঙ্গুলী। আশঙ্কাজনক অবস্থায় তিনি বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন। জখম হয়েছেন গাড়িতে থাকা নৃত্যশিল্পী মালবিকা সেনও। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে হাওড়ার সাঁতরাগাছির ব্রিজের ওপর পীযূষ গাঙ্গুলীর গাড়িতে পেছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে তার গাড়ি দুমড়ে যায়। গুরুতর জখম হন তিনি ও মালবিকা সেন। পুলিশ তাদের দ্রুত গাড়ির দরজা ভেঙে উদ্ধার করে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনকেই আইসিসিইউতে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, পীযূষের মাথার আঘাত গুরুতর। তার পাঁজরের হাড়, হাত ভেঙেছে। মালবিকা সেনের মাথায় আঘাত লেগেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পীযূষকে দেখতে যান মুখমন্ত্রী মমতা ব্যানার্জী। সঙ্গে ছিলেন কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান, পীযূষ গাঙ্গুলীর আঘাত গুরুতর। বুধবার দুপুরে তার অস্ত্রোপচার করা হয়। এবার পাকিস্তানী চলচ্চিত্রে কারিনা সংস্কৃতি ডেস্ক ॥ পাকিস্তানী অভিনেতা অভিনেত্রীরা হরহামেশাই বলিউডের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। কিন্ত বলিউড তথা ভারতের কোন অভিনেতা অভিনেত্রীকে পাকিস্তানী চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় না। তবে প্রথমবারের মতো কোন অভিনেত্রী পাকিস্তানী চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। জানা গেছে, বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান পাকিস্তানী চলচ্চিত্রে অভিনয় করতে পারেন। এমন খবর জানিয়েছেন ভারতের একটি গণমাধ্যম। ওই গণমাধ্যম জানায় করিনা কাপুর খান এই মুহূর্তে রয়েছেন দুবাইতে। শোনা যাচ্ছে দুবাইতে তিনি পাকিস্তানী চলচ্চিত্রের পরিচালক শোয়েব মনসুরের সঙ্গে দেখা করতে গিয়েছেন। শোয়েব তাকে টেলিফোনে তার চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কারিনা জানান, প্রথমে তিনি স্ক্রিপ্ট পড়তে চান। এরপর ই-মেল মারফত করিনাকে স্ক্রিপ্ট পাঠিয়ে দেন মনসুর। এবার ফাইনাল কথাবার্তা বলার জন্যই নাকি দুবাইতে শোয়েবের সঙ্গে দেখা করতে গিয়েছেন কারিনা। যদি সত্যিই কারিনা পাকিস্তানের এই চলচ্চিত্রে অভিনয় করেন, তাহলে তিনিই ভারতের এ ওয়ান অভিনেত্রী হিসেবে কোনও পাক চলচ্চিত্রে অভিনয় করবেন।
×