ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩২, ২২ অক্টোবর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

পৌরনীতি ও সুশাসন ২য়পত্র (পূর্ব প্রকাশের পর) ৩৯. পাকিস্তানের সংবিধানে বাংলার সাথে সাথে কোন ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ক) হিন্দি খ) পশতুন গ) উর্দু ঘ) আরবি ৪০. আধুনিকালে কল্যাণমূলক রাষ্ট্রের উদ্ভদের ফলে রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলি বৃদ্ধি পাচ্ছে? ক) সামরিক খ) প্রশাসনিক গ) শাসনতান্ত্রিক ঘ) জনকল্যাণমূলক ৪১. বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে? ক) ১০টি খ) ১১টি গ) ১২টি ঘ) ১৩টি ৪২. পাকিস্তানেরর কোন ডেপুটি স্পিকারকে গণপরিষদের মধ্যে হত্যা করা হয়? ক) আব্দুল হামিদ খ) শাহেদ আলী গ) রাজ্জাক আলী ঘ) আইয়ুব আলী ৪৩. বাংলাদেশ জাতীয় সংসদে বিশেষভাবে কোন বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে? ক) আইন বিভাগ খ) বিচার বিভাগ গ) শাসন বিভাগ ঘ) সামরিক বিভাগ ৪৪. ইউনিয়ন পরিষদের তিনজন মহিলা সদস্যকে কীভাবে নির্বাচিত করা হয়? ক) প্রশাসনিকভা্বে খ) মনোনয়নের ভিত্তিতে গ) সরাসরি ভোটে ঘ) অভিজ্ঞতার ভিত্তিতে ৪৫. ১৯৬৯ সালের কত তারিখে সর্বদলীয় নেতৃবৃন্দের গোলটেবেলি বৈঠক আহ্বান করেন? ক) ২৭ জানুয়ারি খ) ২৮ জানুয়ারি গ) ২৭ ফেব্রুয়ারি ঘ) ২৮ ফেব্রুয়ারি ৪৬. তিতুমীরের পৃকৃত নাম কী? ক) সৈয়দ আহমদ ব্রেলভী খ) শাহ ওয়ালী উল্ল্যা গ) হাজী শরীয়তউল্লাহ ঘ) সৈয়দ মীর নিসার আলী ৪৭. খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? ক) রাজিয়া বানু খ) আনোয়ারা বেগম গ) নূরজাহান মোরশেদ ঘ) বদরুন্নেসা আহমেদ ৪৮. বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কী? ক) সরকারের আয় ব্যয়ের হিসাব করা খ) বাজেট প্রণয়ন পেশ করা গ) রাষ্ট্রের হিসাব সংসদে পেশ করা ঘ) সরকারি হিসাব নিরীক্ষণ করা
×