ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

র‌্যাবের অভিযান

মাদক নিরাময় কেন্দ্রের মালিককে জেল-জরিমানা

প্রকাশিত: ০৮:৩৩, ২২ অক্টোবর ২০১৫

মাদক নিরাময় কেন্দ্রের মালিককে জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মহাখালী ওয়্যারলেস গেট এলাকার একটি মাদক নিরাময় কেন্দ্রের মালিককে এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নিরাময় কেন্দ্র থেকে ৬০ জনকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর এবং বনানী এলাকার একটি ক্লিনিক মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার প্রিভেনশন মাদক নিরাময় কেন্দ্রের মালিক শরিফ আহমেদ স্বপনকে (৩৮) ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদ- দেয়া হয়। নিরাময় কেন্দ্র থেকে ৬০ জনকে উদ্ধার করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। এদিন বনানী চেয়ারম্যানবাড়ী এলাকায় ডক্টরস সাপোর্ট সেন্টার ক্লিনিকের মালিক আবুল বাশার ভূঁইয়াকে (৬৫) ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্সের শর্ত ভঙ্গ এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় এই জরিমানা করা হয়।
×