ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাহাজে আগুন, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাল নাবিক

প্রকাশিত: ১৯:০৫, ২২ অক্টোবর ২০১৫

জাহাজে আগুন, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাল নাবিক

অনলাইন রির্পোটার ॥ চাঁদপুরে মেঘনা নদীতে তেলবাহী একটি জাহাজে আগুন লেগে এর ইঞ্জিন, মাস্টার ব্রিজসহ বেশ কয়েকটি কক্ষ পুড়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মেঘনার জাহাজমারা এলাকায় এ ঘটনায় পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন ‘ওটি ওশান লাইট’ নামের ওই ট্যাংকারের মাস্টারসহ ১৩ কর্মী। চাঁদপুর সদর নৌ-পুলিশের এসআই মোশাররফ হোসেন বলেন, “ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মাঝনদীতে ওই জাহাজের ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। জাহাজের মাস্টারসহ নাবিক ও শ্রমিকরা সাঁতরে তীরে ওঠেন।” জাহাজে আগুন লাগার খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ ও নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
×