ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিআইএ প্রধানের ই-মেইল তথ্য প্রকাশ করল উইকিলিকস

প্রকাশিত: ১৯:২৫, ২২ অক্টোবর ২০১৫

সিআইএ প্রধানের ই-মেইল তথ্য প্রকাশ করল উইকিলিকস

অনলাইন ডেস্ক ॥ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) পরিচালক জন ব্রেনানের ব্যক্তিগত ই-মেইল এ্যাকাউন্টের বেশকিছু তথ্য প্রকাশ করেছে উইকিলিকস। উইকিলিকসের ওয়েবসাইটে গত বুধবার প্রকাশিত ছয়টি নথিতে ব্রেনানের ব্যক্তিগত তথ্যসহ নিরাপত্তা ছাড়পত্র আবেদনের প্রস্তাবনাও রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা আগামীতে সিআইএ প্রধানের আরও গোপন তথ্য প্রকাশ করবে। ২০১৩ সাল থেকে সিআইএ’র পরিচালক হিসেবে কাজ করছেন ব্রেনান। এর আগে চার বছর তিনি প্রেসিডেন্টের হোমল্যান্ড সিকিউরিটি এ্যান্ড কাউন্টার টোরোরিজম শাখার সহাকারী হিসেবে কাজ করেন। সিআইএ’র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ব্রেনানের ব্যক্তিগত এ্যাকাউন্ট হ্যাকিংকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এতে বিদ্বেষপূর্ণ উপাদান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি দ্য নিউইয়র্ক পোস্টে প্রকাশিত সাক্ষাৎকারে এক স্কুলবালক ব্রেনানের ই-মেইল হ্যাকের বিষয়টি স্বীকার করে। মার্কিন পররাষ্ট্রনীতির প্রতি ক্ষোভ থেকেই সে এ কাজ করেছে বলে উল্লেখ করে।
×