ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২ টি টেস্ট ও একটি ওয়ান্ডেতে আজ ৬ টি দেশ

প্রকাশিত: ১৯:২৯, ২২ অক্টোবর ২০১৫

২ টি টেস্ট ও একটি ওয়ান্ডেতে আজ ৬ টি দেশ

অনলাইন ডেস্ক ॥ আজ দুটি টেস্ট ও একটি ইন্টারন্যাশনাল ওয়োনডে ম্যাচ খেলতে নামছে ক্রিকেটের ৬টি শক্তিশালি দেশ। বাংলাদেশ সময়ে সকাল সাড়ে দশটায় কলম্বতে শুরু হয়েছে শ্রীলঙ্কা- ওয়েস্ট ইন্ডিজের ২য় টেষ্ট। টসে জিতে শ্রীলঙ্কা বেটিং করার সিন্ধন্ত নেয়। প্রথম ১৮ ওভার খেলে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান। প্রথম টেস্টে জিতে শ্রীলঙ্কা এক ম্যাচে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্টের প্রথম ঘন্টায় ইন্ডিজ পেচ বোলিং এ কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে দুবাইতে দ্বিতীয় টেস্টে আজ দুপুর ১২ টায় মাঠে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড ক্রিকেট দল। টসে জিতে পাকিস্তান দল বেটিং করছে। প্রথম টেস্ট উপভোগ্য হয়ে উঠলেও ম্যাচটি শেষ প্রযন্ত ড্র হয়। দ্বিতীয় টেস্টে দুই দল চাইবে এগিয়ে যেতে। এদিকে ভারতের চেন্নাইতে ভারত - দক্ষিণ আফ্রিকার মধ্যে ৪ র্থ ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২ টায়। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা ২-১ ম্যাচে এগিয়ে আছে। তাই এই ম্যাচটি আজ ভারতের অস্তিত্ব লড়াইয়ের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। আরও একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠি হবে জিম্ববুয়ে ও আফগানস্তানের মধ্যে। ম্যাচটি শুরু বুলাওয়াতে শুরু হবে দুপুর ২টায়।
×