ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে সরকারী খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৭

প্রকাশিত: ২০:২০, ২২ অক্টোবর ২০১৫

কালকিনিতে সরকারী  খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৭

নিজস্ব সংবাদদাতা,কালকিনি (মাদারীপুর) ॥ সরকারী খাস জমি দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকায় ভূমিদস্যুদের দু‘পক্ষের দফায়-দফায় সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছ। আহতদেরকে শরিয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এনিয়ে দুই পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, লক্ষীপুর এলাকার সূর্যমনি হাটের পাশে সরকারী খাস ৩২ শতাংশ জমি রয়েছে। এ জমি দখলের জন্য ঐ এলাকার জুলফিকার আলী সরদার ও জালাল লস্করের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের মিজানুর রহমান(৩০) ,আবুল বাশার(৩৫) ও ইলিয়াস হোসেনসহ ৭জন আহত হয়। উল্লেখ্য লক্ষীপুর ভূমি তহসিলদার মোঃ হানিফ উভয় পক্ষকে বাধা দিলে তার বাধাকে উপেক্ষা করে দুই পক্ষের লোকজন জমি দখলের চেষ্টা চালায়। এ জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে এখনও চরম উত্তেজনা চলছে।
×