ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসরায়েলিকে হামলাকারী দুই ফিলিস্তিনির একজন গুলিতে নিহত

প্রকাশিত: ২৩:২২, ২২ অক্টোবর ২০১৫

ইসরায়েলিকে হামলাকারী দুই ফিলিস্তিনির একজন গুলিতে নিহত

অনলাইন ডেস্ক ॥ এক ইসরায়েলিকে ছুরিকাঘাত করা দুই ফিলিস্তিনির একজন পুলিশের গুলিতে নিহত ও অপর হামলাকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার জেরুজালেমের কাছে একটি ছোট শহরে এ ঘটনা ঘটেছে। গুলিতে ওই দুই ফিলিস্তিনির একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের একজন মুখপাত্র। পাশাপাশি বেইত শেমেশ শহরের একটি বাসস্টপে দুই ফিলিস্তিনির হামলার শিকার ইসরায়েলি ব্যক্তিও আহত হয়েছেন। হামলার শিকার ইসরায়েলি ও পুলিশের গুলিতে আহত অপর হামলাকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অক্টোবর মাসের শুরু থেকে ফিলিস্তিনিদের ছুরি হামলা, গুলি ও গাড়ি হামলায় নয় ইসরায়েলি নিহত হয়েছেন। অপরদিকে এসব ঘটনার প্রতিক্রিয়ায় একই সময়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশু ও ২৪ হামলাকারীসহ ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সম্প্রতি আল আকসা মসজিদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ফিলিস্তিনিরা ইসরায়েলি কর্তৃপক্ষের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এই ক্ষিপ্ততা থেকে সৃষ্ট উত্তেজনা জেরুজালেমসহ ফিলিস্তিনের সব এলাকায় ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার এ সময়টিতেই যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েল সফরে গিয়েছেন। বৃহস্পতিবার দিনের কোনো এক সময় কেরির সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়া কথা রয়েছে। বৈঠকে চলমান ইসরায়েল-ফিলিস্তিনি সহিংসতার বিষয় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
×