ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সকল যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে - ঝালকাঠিতে শিল্পমন্ত্রী

প্রকাশিত: ২৩:৪১, ২২ অক্টোবর ২০১৫

সকল যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে - ঝালকাঠিতে শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন বাংলাদেশের সকল যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করে তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হবে। ইতি মধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। ১৯৭৫ সালের বঙ্গবন্ধুকে হত্যার পর যুদ্ধাপরাধীরা ধারণা করেছিল তাদের আর কোন দিন বিচারের মুখোমুখি হতে হবে না। কিন্তু বর্তমান সরকার তাদের অঙ্গীকারকে সমুন্নত রেখে বিচার প্রক্রিয়া শুরু করেছে। তিনি বৃহস্পতিবার বেলা ১২ টায় ঝালকাঠির শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সএর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। জেলা মৃক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এম.এ বায়েজিদের সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা এম.আলাউদ্দিন ও গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। ৮.২৫ শতক জমির উপর ৫ তলা পাইল ফাউন্ডেশনে ৩ তলা ভবন নির্মাণ করা হয়েছে। ৭০২০ বর্গফুট এই কমপ্লেক্সে নিচতলায় ৯ টি দোকান সহ মার্কেট করা হয়েছে। ১ কোটি ৯০ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে গনপূর্ত বিভাগ এই কমপ্লেক্স নির্মাণ করেছেন। ২০১০ সালের জুলাই মাস থেকে এই নির্মাণ কাজ শুরু হয়েছিল।
×