ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রামীন পর্যায়ের খেলাধুলাকে জাতীয় পর্যায় তুলে আনার চেষ্ট চলছে-ঝালকাঠিতে শিল্পমন্ত্রী

প্রকাশিত: ২৩:৪২, ২২ অক্টোবর ২০১৫

গ্রামীন পর্যায়ের খেলাধুলাকে জাতীয় পর্যায় তুলে আনার চেষ্ট চলছে-ঝালকাঠিতে শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন আমাদের দেশের বিলুপ্ত খেলা ধুলাকে আবার তুলে আনার প্রচেষ্টা হিসাবেই এই আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আমাদের দেশে এক সময় ঐহিত্যবাহী হাডুডু খেলা বিলুপ্ত হয়ে যাচ্ছিল। বর্তমান সরকার হারিয়ে যাওয়া গ্রামীন পর্যায়ের খেলাধুলাকে জাতীয় পর্যায় তুলে আনার চেষ্ট করছে। তিনি বৃহস্পতিবার বেলা দেড় টায় ঝালকাঠির পুরাতন ষ্টেডিয়ামে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়ার সভাতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বক্তব্য রাখেন। ফাইনাল খেলায় কাঠালিয়া উপজেলা ৫৮-৩২ পয়েন্টে ঝালকাঠি সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলার ৪ টি উপজেলা দল এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে।
×