ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে তিনটি মেছ বাঘের সাবক উদ্ধার

প্রকাশিত: ০০:১৩, ২২ অক্টোবর ২০১৫

বাউফলে তিনটি মেছ বাঘের সাবক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলের নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের দোতালা ভবনের চিলিকোটা থেকে তিনিটি মেছ বাঘের সাবক আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সাবকগুলো আটক করা হয় । জানাগেছে, ওই কলেজের কর্মচারী শহজাহান গাজী ওই কলেজের দোতালা ভবনের সিঁিড়রর চিলিকোঠার রুমে সাবকগুলো দেখতে পান। এরপর তিনি একই কলেজের অপর দুই কর্মচারী সেলিম গাজী ও রহিম মোল্লার সহযোগিতা নিয়ে সাবকগুলো অটক করেন। এ খবর পেয়ে বাউফলের ইউএনও মেছ বাঘের সাবকগুলো উদ্ধার করে তার বাসভবনে নিয়ে যান। ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, সাবগুলো বর্তমানে তার জিম্মায় রয়েছে। দুধপান করা হয়েছে। ধারনা করা হচেছ, ২-৪ দিন আগে সাবগুলো জন্ম হয়েছে। সাবকগুলো পূনরায় ওই কলেজের চিলিকোঠায় রেখে আসা হবে। মা মেছ বাঘটি ওই স্থানে না আসলে, পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
×