ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোল্ডম্যান স্যাক্সও বিদায় নিচ্ছে ভারত থেকে

প্রকাশিত: ০১:০০, ২২ অক্টোবর ২০১৫

গোল্ডম্যান স্যাক্সও বিদায় নিচ্ছে ভারত থেকে

অর্থনৈতিক রিপোর্টার॥ বিদায় অব্যাহত। ভারতে ফান্ড ব্যবসা বেচে এ বার বেরিয়ে যেতে চলেছে গোল্ডম্যান স্যাক্সও। অনিল অম্বানীর রিলায়্যান্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট (রিল ক্যাপ) জানিয়েছে, এ দেশে গোল্ডম্যান স্যাক্সের ফান্ড ম্যানেজমেন্ট ইউনিট ৩৭.৫ কোটি ডলারে কিনে নিতে চলেছে তারা। এই মুহূর্তে রিল ক্যাপ দেশের তৃতীয় বৃহত্তম ফান্ড সংস্থা। মোট ১.৫৩ লক্ষ কোটি টাকার তহবিল খাটায় তারা। ভারতে গোল্ডম্যান স্যাক্সের ফান্ড ব্যবসা কেনা হয়তো বাজারে তাদের অবস্থানকে আরও মজবুত করবে। কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে, এ দেশ থেকে পাততাড়ি গোটাচ্ছে একের পর এক বিদেশি ফান্ড সংস্থা। এ বছরই প্রামেরিকাকে নিজেদের ফান্ড ব্যবসা বেচে দিয়েছে ডয়েশ ব্যাঙ্ক। একই পথে হেঁটেছে মর্গ্যান স্ট্যানলি, দাইওয়া, ফিডেলিটি ওয়ার্ল্ডওয়াইড। এ বার সেই একই পথে হাঁটতে চলেছে গোল্ডম্যান স্যাক্সও।
×