ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভায়োম নেটওয়ার্কসের ৫১ শতাংশ অংশীদারি কিনছে আমেরিকান টাওয়ার

প্রকাশিত: ০১:০২, ২২ অক্টোবর ২০১৫

ভায়োম নেটওয়ার্কসের ৫১ শতাংশ অংশীদারি কিনছে আমেরিকান টাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার॥ ভারতে টেলিকম টাওয়ারের ব্যবসা করা ভায়োম নেটওয়ার্কসের ৫১ শতাংশ অংশীদারি কিনতে চলেছে আমেরিকান টাওয়ার। এর জন্য ৭,৬০০ কোটি রুপি উপুড় করছে তারা। এ দেশে ইতিমধ্যেই ১৪ হাজার টাওয়ার রয়েছে আমেরিকান টাওয়ারের। আর ভায়োমের আছে ৪২,২০০টি। ফলে আগামী দিনে ভারতে এই ব্যবসায় আমেরিকান টাওয়ারের পায়ের তলার জমি যথেষ্ট শক্ত হবে বলে মনে করছেন অনেকে। এই চুক্তির পরে ভায়োমে টাটা টেলিসার্ভিসেসের অংশীদারি এখনকার ৫৪ শতাংশ থেকে কমবে। আর নিজেদের ১৮ শতাংশ অংশীদারি পুরোটাই বেচে দিতে পারে শ্রেয়ি ইনফ্রাস্ট্রাকচার। এমনকী আগামী দিনে ভায়োমের ১০০ শতাংশ মালিকানাই আমেরিকান টাওয়ারের হাতে চলে যেতে পারে বলে মনে করছেন অনেকে।
×