ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকায় কয়লা খনি কিনবে ভারত

প্রকাশিত: ০১:০৪, ২২ অক্টোবর ২০১৫

দক্ষিণ আফ্রিকায় কয়লা খনি কিনবে ভারত

অর্থনৈতিক রিপোর্টার॥ দক্ষিণ আফ্রিকার কয়লা খনি কেনার ব্যাপারে আলোচনা শুরু করেছে ভারত। ইস্পাত শিল্পের উন্নয়নে এই কয়লা ব্যবহার করবে দেশটি। সম্প্রতি ভারতের কয়লা সচিব অনিল সরূপ এ কথা জানান। ২০২৫ সালের মধ্যে ৩০ কোটি টন ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির সরকারের। আর এই শিল্পের জ্বালানি হিসেবে দক্ষিণ আফ্রিকার কয়লা খনি কেনার কথা ভাবছে মোদি সরকার। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লার প্রয়োজনীয় সরবরাহ থাকলেও রান্নায় কিংবা ইস্পাত শিল্পে ব্যবহৃত কয়লার পর্যাপ্ত মজুদ নেই দেশটিতে। আর এ কারণেই শিল্পখাতের উৎপাদনে ব্যবহৃত কয়লা আমদানি করতে হচ্ছে ভারতকে। গেল অর্থবছরে প্রায় ৮ কোটি টন কয়লা আমদানি করেছে দেশটি।
×