ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

প্রকাশিত: ০১:০৫, ২২ অক্টোবর ২০১৫

ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

অর্থনৈতিক রিপোর্টার॥ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এলে তা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে যুক্তরাজ্যের ব্যবসায়ী সংগঠন-সিবিআই। সম্প্রতি সংগঠনটির প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রতিবেদনে সংগঠনটির অধিকাংশ সদস্যই ইইউতে থাকার পক্ষে মতামত দিয়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যুক্তরাজ্যে আরো বেশি কর্মসংস্থান ও বিভিন্ন খাতের ব্যবসায়িক সম্প্রসারণ সম্ভব হবে বলেও মনে করছে সিবিআই। পাশাপাশি ইইউভুক্ত ২৮টি দেশে ৫০ কোটিরও বেশি ভোক্তা তৈরি করেছে যুক্তরাজ্যের উৎপাদিত পণ্যের। এছাড়াও চীন ও যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের মুক্তবাণিজ্যের সুযোগও তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন। তাই ব্যবসায়িক অগ্রগতির স্বার্থে ইইউতে থাকা জরুরি বলে মনে করছে দেশটির প্রভাবশালী ব্যবসায়িক সংগঠনটি। ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নে সদস্য পদের মেয়াদ শেষ হবে যুক্তরাজ্যের।
×