ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামীকাল বিইএফের দ্বিতীয় সম্মেলন

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ অক্টোবর ২০১৫

আগামীকাল বিইএফের দ্বিতীয় সম্মেলন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ অর্থনীতিবিদ ফোরামের (বিইএফ) দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শনিবার। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এবারের সম্মেলনে স্পীকার, মন্ত্রী, অর্থনীতিবিদ ও ব্যাংকাররা উপস্থিত থাকবেন। এবারের সম্মেলনে ‘বাংলাদেশের ভিশন ২০৩০ : অর্থনৈতিক নীতিকাঠামো তৈরি ও বহুদলীয় গণতন্ত্রের কৌশল’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। মূল প্রবন্ধের ওপর আলোচনা করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মহিউদ্দীন আলমগীর। প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। দ্বিতীয় সেশনে প্রবৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ ও দেশকে মধ্যম আয়ের মান অর্জনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ে আলোচনা হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি আয়োজিত এ সম্মেলনের সার্বিক তত্ত্বাবধান করছে কেন্দ্রীয় ব্যাংক।
×