ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলের বোঝাই হবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, মন্তব্য রিপাবলিকানদের

জো বাইডেনের সিদ্ধান্তে উজ্জীবিত হিলারি

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ অক্টোবর ২০১৫

জো বাইডেনের সিদ্ধান্তে উজ্জীবিত হিলারি

ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণায় ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনসহ অনেকের কাছেই তিনি প্রশংসিত হয়েছেন। বাইডেনও প্রতিদ্বন্দ্বী হলে একই দলের মনোনয়ন চাইতেন। অন্য দিকে, রিপাবলিকান দলের ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিন্সপ্রিবাস বাইডেনের সিদ্ধান্তকে ডেমোক্রেটিক দলের জন্য এক বড় আঘাত বলে অভিহিত করেছেন। এর আগে বুধবার বাইডেন এক ঘোষণায় বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চাইবেন না। এ ঘোষণা দলের অগ্রগামী প্রার্থী হিলারিকে আরও উজ্জীবিত করবে। খবর ওয়াশিংটন পোস্ট ও ইয়াহু অনলাইনের। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, জো বাইডেন ভাল মানুষ এবং এক মহান ভাইস প্রেসিডেন্ট। সিনেটে এবং পড়ে প্রশাসনে তার পাশে থেকে আমি কাজ করেছি। আমি তখন আমাদের দেশ ও জনগণের প্রতি তার উৎসাহ অনুভূতি দেখেছি প্রত্যক্ষভাবে। তার পরিবারের প্রতি বিশ্বস্ততা, শোকের মধ্যেও তার সৌম্যতা, তার সাহস ও সহিষ্ণুতার গুণ এবং মধ্যবিত্ত শ্রেণীর আমেরিকানদের প্রতি তার অঙ্গীকার এবং আমেরিকার প্রতিশ্রুতির ওপর তার আস্থার প্রশংসা করছি আমি লাখ লাখ মানুষের মতো। তিনি বলেন, আমি বিশ্বাস করি, জো বাইডেনের ইতিহাস অবলুপ্তি ঘটবে না। তিনি বলেন, আরও অনেক কাজ রয়েছে করার। এবং আমি যদি জো বাইডেনকে বুঝে থাকি তা হলে বলতে পারি, তিনি সব সময়ই সম্মুখ সারিতে থাকবেন, আমাদের সকলের জন্য সংগ্রাম করবেন তিনি সব সময়। ভারমন্টের সিনেটর বার্নিও স্যান্ডার্স হিলারির মতো একই অনুভূতি প্রকাশ করেন। তিনি এক বিবৃতিতে বলেছেন জো বাইডেন তার ভাল বন্ধু। তার নিজের জন্য, তার পরিবারের জন্য, দেশের জন্য যাতে সবচেয়ে কল্যাণকর হয় তা উপলব্ধি করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আমি এ ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই তার সারা জীবনের জনসেবার জন্য এবং আমাদের জাতির জন্য যা করেছেন সে সব কিছুর জন্য। আমরা যেসব বড় বড় সঙ্কটের সম্মুখীন সেগুলো উত্তরণে তার সঙ্গে কাজ করে যাওয়া অব্যাহত রাখার জন্য আমি প্রত্যাশা করছি। তিনি মধ্যবিত্ত শ্রেণীকে পুনর্প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। মানুষের আয় ও সম্পদের অসমতা, দুর্নীতি জর্জরিত অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অভিযান, জলবায়ু পরিবর্তন, বর্ণবাদ বিষয়ক ন্যায়নীতি, অভিবাসন সংস্কার এবং উচ্চ শিক্ষার জন্য প্রকাশ্য তহবিল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তিনি। ম্যারিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’ম্যালি বলেছেন। তিনি জাতির জন্য যা করেছেন সে জন্য জনগণের কাছে সানন্দে গ্রহণযোগ্য হয়ে থাকবেন তিনি। বৈরী পরিস্থিতিতে এবং আমাদের দেশের কল্যাণে নিবেদিত তার শক্তি ও ধৈর্য্যরে প্রশংসা করি আমি সব সময়। আমি আজ ভাইস প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। রোড আইল্যান্ডের সাবেক গভর্নর লিংকন শ্যাফিও জো বাইডেনের প্রশংসা করেছেন বিস্তর। রিপাবলিকান ন্যাশনাল পার্টির চেয়ারম্যান রিন্সপ্রিবাস বলেন, ভাইস প্রেসিডেন্টের সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের জন্য এক আঘাতস্বরূপ।
×