ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে গরুর মাংস খাওয়ার গুজবে হত্যাকাণ্ড ‘পূর্বপরিকল্পিত’

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ অক্টোবর ২০১৫

ভারতে গরুর মাংস খাওয়ার গুজবে হত্যাকাণ্ড  ‘পূর্বপরিকল্পিত’

ভারতের উত্তর প্রদেশে বাসার ফ্রিজে গরুর মাংস রাখা ও খাওয়ার গুজব ছড়িয়ে এক মুসলিম ব্যক্তিকে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল বলে তদন্ত কমিশনের অনুসন্ধানে প্রকাশ পেয়েছে। ঘটনাটি তাৎক্ষণিক ছিল না। ভারতের রাজধানী নয়াদিল্লীর অদূরে বিদিশা গ্রামের এ ঘটনায় মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারা হয়। সম্প্রতি ভারতের সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। খবর বিবিসির। একটি হিন্দু মন্দির থেকে হামলাটির পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে কমিশন। এর আগে ক্ষমতাসীন বিজেপি সরকারের এক মন্ত্রী এ ঘটনাকে তাৎক্ষণিক রাগের বশে ঘটে যাওয়া বলে দাবি করেছিলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে গরুর মাংস খাওয়া ও পাচারের অভিযোগ তুলে তিন মুসলিমকে হত্যা করা হয়। আখলাকের হত্যাকাণ্ডে ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে ভারতজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ঘটনা ঘটার পরপরই এর নিন্দা না জানানোয় সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার দুই সপ্তাহ পর মোদি ঘটনাটিকে ‘দুঃখজনক ও অনাকাক্সিক্ষত’ বলে মন্তব্য করেন। ঘটনার দিন রাতে নিজের ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন কৃষক আখলাক।
×