ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চোখ খোলা রেখেই ঘুম

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ অক্টোবর ২০১৫

চোখ খোলা রেখেই ঘুম

এক চোখ খোলা রেখেই ঘুমাতে পারে কুমির। আর এর মূল কারণ হলো একই সময়ে মস্তিষ্কের অর্ধেকটা বন্ধ থাকে প্রাণীটির। বিজ্ঞানীরা বলছেন, এক চোখের ঘুম কিছুটা অবাক করার মতো হলেও বিরল কিছু নয়। বহু পাখি এবং কিছু ডলফিনসহ অনেক প্রাণীই আছে যারা মস্তিষ্কের অর্ধেক সচল থাকায় ঘুমানোর সময়ও এক চোখ খোলা রাখতে পারে। মূলত কুমিরসহ এসব প্রাণি শরীরের এক অংশকে বিশ্রামে রেখে অন্যকে সচল রাখতে পারে। -বিবিসি
×