ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৬:০৫, ২৩ অক্টোবর ২০১৫

ফ্যাশন সংবাদ

মুসলিম কালেকশন তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে আকর্ষণীয় সব ডিজাইন শার্ট। তরুণদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে শতভাগ সুতি কাপড়ে তৈরি বাহারি ডিজাইনের এসব শার্ট ছাড়াও মুসলিম কালেকশনে পাওয়া যাচ্ছে সর্বোৎকৃষ্ট মানের ফরমাল ও ক্যাজুয়াল শার্ট। মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। বিভিন্ন ডিজাইনের শর্ট-শার্টও পাওয়া যাচ্ছে এখানে। এসব শার্ট পাওয়া যাচ্ছে সাদা, কালো, নীল, খয়েরি, হলুদ, সবুজ, লাল, গোলাপি, বেগুনী, ম্যাজেন্টা, এ্যাশ প্রভৃতি রঙে। বিক্রয়কেন্দ্র : মুসলিম কালেকশন এক্সক্লুসিভ, ৩০/৩১ জিলাপরিষদ মার্কেট (২য় তলা), কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০। ফোন : ০২-৭৭৬২৬৩৬, হট লাইন : ০১৭৬১৫২২২২১ কাকুর কিচেন বেশ কিছুদিন ধরেই শহরের নানা জায়গায়, পত্রিকার পাতায়, বিলবোর্ডে দেখা গেছে নামটাÑ কাকুর কিচেন। সবার মধ্যে আগ্রহ ছিল বেশ। কবে নাগাদ চালু হবে নতুন নামের এ কিচেনটি! অবশেষে রাজধানীর ফার্মগেটে দরজা খুলল কাকু। মানে কাকুর কিচেন। গত ১৫ অক্টোবর শহরের ভোজন রসিকদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো এটি। এখানে পাওয়া যাবে তিন ধরনের বিরিয়ানি। দম বিরিয়ানি, দম মোরগ পোলাও, দম তেহারি। পার্সেল কিংবা খাওয়ার জন্য এটি খোলা থাকে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। এছাড়া স্পেশাল বোরহানি এবং কাবাব মিলবে কাকুর কিচেনে। আর কয়লার দমে রান্না করা প্রতিটি খাবারই সুস্বাদু। পরিবেশনের জন্য আধুনিক সাজ সজ্জার রেস্তরাঁ। কাকুর কিচেনের ঠিকানা : ৭৮, (আনন্দ সিনেমা হলের পাশে) ফার্মগেট, ঢাকা। ফোন : ০১৭২২ ২৩২২২৬ স্টাইল আপ শারদীয় উৎসবকে কেন্দ্র করে স্বপ্নীল সাজে সেজেছে স্টাইল আপ ওমন্সে ওয়্যার। স্টাইল আপ ফ্যাশন হাউজটি মূলত ফোকাস করছে সমকালীন নারীদের ফ্যাশনেবল পোশাককে। ফ্যাশন জগতে নতুন মাত্রা আনতে এর বেশিরভাগ পোশাকই তৈরি প্রাচ্য ভাবনাকে কেন্দ্র করে। মেয়েদের পোশাকের কালেকশনে আছে সালোয়ার-কামিজ, ফতুয়া, টপস জাতীয় নানা ড্রেসের সম্ভার। দেশি বিদেশি স্টিচ আন স্টিচ থ্রি-পিস, নাইটি, সূতি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি। এই ঈদে নিজেকে সাজিয়ে তুলুন একটু বেশি আধুনিক আর সবার থেকে আলাদা ভাবে। তাই পছন্দের ঈদ শপিং এর জন্য ঘুরে আসতে পারেন টোকিও স্কয়ার, শপিং কমপ ক্সে, শপ নং : ২২৭, লভেলে ২, ২৪/এ, তাজমহল রোড (রিং রোড), ব্লক সি, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭। মুঠোফোন : ০১৮১৯ ৬৬ ১৯ ৮৪ অরা বিউটি লাউঞ্জ সম্প্রতি নগরীর বেইলি রোডে অবস্থিত অরা বিউটি লাউঞ্জের এক বছর পূর্তি উপলক্ষে এক তারকা মডেলদের মিলনমেলা দেখা যায়। বেইলি রোডের থার্টি থ্রি রেস্টুরেন্টে অনুষ্ঠিত অরা বিউটি লাউঞ্জের এই আনন্দ আড্ডায় উপস্থিত ছিলেন অরা বিউটি লাউঞ্জের কর্ণধার মঈন তারিক, বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক, পার্টনার মাহাদীন তারিক, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, মডেল-অভিনেতা ইমন, আসিফ, চিত্রনায়িকা নিপুণ, অভিনেত্রী মাহবুবা রেজানুর, ফটোগ্রাফার রফিকুল ইসলাম রাফ, সঙ্গীতশিল্পী শফিক তুহিন, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, মডেল রুমা, হীরা, ইমি, তানজিন তিশা, সোনিয়া হোসেন, বুষ্টি, পিয়া বিপাশা, আশা, মিথিলা, মিমিসহ আরও অনেকে। ফোন : ৯৩৩৩২৬৬, ০১৭৯৯-২৫৫৫৫৫ ক্যামেরা ফেস্ট রাইট কমিউনিকেশনের আয়োজনে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যামেরা ফেস্ট। আগামী ১৪, ১৫ ও ১৬ জানুয়ারী ২০১৬, তিনদিন ব্যাপি এই আয়োজন অনুষ্ঠিত হবে দৃক গ্যালারিতে। এখানে স্থান পাবে এসএলআর ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, লেন্স, ক্যামেরার প্রয়োজনীয় এক্সরসরিজ, প্রিন্টার ছাড়াও ক্যামেরার সাথে সম্পর্কিত সব প্রতিষ্ঠান। এছাড়া নিরাপত্তা ক্যামেরা অর্থাৎ সিসি টিভির মহাসমরাহো। আয়োজক প্রতিষ্ঠানের সত্তাধিকার তৌহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে ক্যামেরার চাহিদা বেড়েই চলেছে। আমাদের যে কোন স্মৃতিকে ধরে রাখতে এর বিকল্প নেই। তাই এবার আয়োজন করছি ক্যামেরা ফেস্ট।’ ক্যামেরা ফেস্টে বিভিন্ন কোম্পানীর ক্যামেরার অংশগ্রহন ছাড়াও থাকছে ভিন্নধর্মী কিছু আয়োজন। এর মধ্যে অন্যতম সেলফি কন্টেস্ট ও ফ্রি প্রফাইল পিক ব্যবস্থা। বিস্তারিত জানতে: এ৪, দ্বিতীয় তলা, ৫/২, ব্লক-এ, লালমটিয়া, ঢাকা। ফোন: ০১৭২২২৩১৬১৫
×