ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুটি পর্বত জয়ের উদ্দেশ্যে বাংলাদেশী পবর্তারোহীদের ঢাকা ত্যাগ ২৭ অক্টোবর

প্রকাশিত: ২০:৪৮, ২৩ অক্টোবর ২০১৫

দুটি পর্বত জয়ের উদ্দেশ্যে বাংলাদেশী পবর্তারোহীদের ঢাকা ত্যাগ ২৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের পর্বতারোহী দল আমা-দাবলাম ও কেয়াজো-রি পর্বত জয়ের উদ্দেশ্যে আগামী ২৭ অক্টোবর নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এভারেস্ট বিজয়ী এম এ মুহিতের নেতৃত্বে এ অভিযানে অংশ নিচ্ছেন নূর মোহম্মদ, কাজি বাহলুল মজনু, শামীম তালুকদার, ইকরামুল হাসান শাকিল, শায়লা পারভীন ও ফৌজিয়া আহমেদ। শায়লা পারভীন ও ফৌজিয়া আহমেদ প্রথবারে মত পর্বত অভিযানে অংশ নিচ্ছেন। বাকিদের সবারই পর্বতাভিযানের অভিজ্ঞতা রয়েছে। শুক্রবার সকালে রাজধানীর প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্চে হিমালয়ের অন্যতম দুর্গম পর্বত ‘আমা-দাব্লাম’ শিখরে বাংলাদেশের প্রথম এবং ‘কেয়েজো-রি’ শিখরে দ্বিতীয় অভিযান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তরিত তথ্য তুলে ধরেন এম এ মুহিত। পরে অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এসময় এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলাদেশের পবর্তআরোহী দল নানা অভিযানে বছরের পর বছর ধরে কাজ করে চলছে। এভারেস্ট জয় করেই কাজ শেষ হয়ে যায় নি। এভারেস্টের চেয়ে ছোট কিন্তু জয় করা দুরুহ এমন সব পর্বত জয় করতে হবে। তরুণদের মধ্যে এই যে জয়ের এ প্রবণতা তা অত্যন্ত ইতিবাচক। নতুন পর্বতআরোহীদের অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, বিশেষ করে এবার যারা প্রথমবারে মত যাচ্ছেন, আশা করি এ অভিযান তাদেরকে আরও উঁচুতে উঠতে সাহায্য করবে। বিজিএমই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, পর্বতআরোহীদের পৃষ্ঠপোষকতা করতে পেরে আমরা অনন্দিত। আশা করি আগামীতে আমরা সম্পৃক্ত থাকতে পারবো। কয়েক বছরের মধ্যে বাংলাদেশের পোশাক শিল্প এক নম্বরে উঠে আসবে এমনটি প্রত্যাশা করে তিনি আরও বলেন, পোশাক শিল্পে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তবে বছর দুয়েকের মধ্যে তা এক নম্বারে উঠে আসতে পারে। পবর্ত জয়ও পোশাক শিল্পের ব্রান্ডিং হিসাবে কাজ করতে পারে। এবারে অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব। যৌথভাবে স্পন্সর করেছে এপেক্স গ্রুপ, শাহ সিমেন্ট, বিজিএমইএ, বার্জার পেইন্ট্স বাংলাদেশ লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেড । ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপক্স ফুটঅয়ার লিমিটেডের হেড অব মার্কেটিং জোহেব আহমেদ, বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজার রেইনা আশফীন খান প্রমুখ।
×