ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে বিএনপির কমিটি থেকে একদিন পর ৭ যুগ্ন আহবায়কের পদপ্রত্যাখান

প্রকাশিত: ২০:৫২, ২৩ অক্টোবর ২০১৫

বরিশালে বিএনপির কমিটি থেকে একদিন পর ৭ যুগ্ন আহবায়কের পদপ্রত্যাখান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উত্তর জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক কর্তৃক গৌরনদী উপজেলা বিএনপির ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণার একদিন পর শুক্রবার ১১ যুগ্ন আহবায়কের মধ্যে সাতজন পদপ্রত্যাখান করেছেন। একইদিন উত্তর জেলা কমিটির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মিয়াকে গৌরনদীতে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে সাত ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষুব্ধদের অভিযোগ, সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় উত্তর জেলা বিএনপি গত বুধবার রাতে গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন মিয়াকে আহবায়ক ও গোলাম হোসেনসহ ১১ জনকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পকেট কমিটি ঘোষণা করেছেন। সদ্যঘোষিত আহবায়ক কমিটির ১১জন যুগ্ম আহবায়কের মধ্যে পদ প্রত্যাখানকারী ৭ যুগ্ন আহবায়কেরা হলেন-বদিউজ্জামান মিন্টু, সিরাজুল ইসলাম খান, আবুল কালাম খান, মো. রুহুল আমিন, আনোয়ার হোসেন সুজন, আকতার হোসেন বাবুল ও আব্দুল আউয়াল লোকমান। পদপ্রত্যাখানকারী ও সাত ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা সদ্যঘোষিত কমিটি বাতিল করে মাঠপর্যায়ে সম্মেলনের মাধ্যমে গ্রহণযোগ্য একটি কমিটি গঠনের জন্য বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে আবেদন করেন।
×