ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে গুটিয়ে গেল

প্রকাশিত: ২৩:৩৭, ২৩ অক্টোবর ২০১৫

কলম্বো টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে গুটিয়ে গেল

অনলাইন ডেস্ক ॥ কলম্বো টেস্টে ২য় দিনের লাঞ্চের পর টি শেষনের আগেই ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে গুটিয়ে গেল। ফলে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৭ রানে এগিয়ে থেকে ব্যাটিং শুরু করবে। শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৬৬ ওভারে ২০০ রানে গুটিয়ে যায়। অপর দিকে ওয়েস্ট ইন্ডিজ ৬৪.২ ওভারে সংগ্রহ করে ১৬৩ রান। প্রতিদিন ৯০ ওভার খেলা নির্ধারিত থাকে। সেই হিসেবে দুই ইনিংস শেষ হতে দেড় দিনের কম সময় গেলেছে। যা ক্রিকেটের টেস্ট ম্যাচর ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ন নয়। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২০০ রানে আউট হওয়ার পর মনে হয়ছিল এই ম্যাচের নিয়ন্ত্রন ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রনে থাকবে। কিন্ত আবার শ্রীলঙ্কা ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের অনুকুলে নিয়েছে। এখন দেখার বিষয় দ্বিতীয় টেস্ট কত দিনে শেষ হয়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বচ্চ রান করেছেন ওপেনার ব্রেখওয়েট- ৪৭, ও ২য় রান সর্বচ্চ রান পেয়েছে অীধনায়ক হোল্ডার ২১। শ্রীলঙ্কার পক্ষে প্রসাদ ৪ ও পেরেরা ৩ টি উইকেট লাভ করে। আলোর সল্পতা না হলে আজ আরও ৩১ ওভার খেলার সম্ভাবান আছে।
×