ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র বড় মাঠের সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্থর স্থাপন

প্রকাশিত: ২৩:৪০, ২৩ অক্টোবর ২০১৫

ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র বড় মাঠের সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্থর স্থাপন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র বড় মাঠের সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সীমানা প্রাচীর ও ফুটপাত নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সে নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন । এ উপলক্ষে সকালে বড় মাঠ চত্বরে পৌরসভা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র এসএমএ মঈনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ড. শহিদ-উজ-জামান, আবু তোরাব মানিক, শফিউল এনাম পারভেজ প্রমুখ। এই সীমানা প্রাচীর নির্মানের ফলে ঠাকুরগাঁও জেলার মানুষরা নির্বিঘেœ মাঠের সুরক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি খেলাধুলা সহ স্বাচ্ছন্দে চলাফেলা করতে পারবেন। পৌরসভার বিএমডিএফ প্রকল্পের অর্থায়নে ১ কোটি টাকা ব্যয়ে একাজ সম্পন্ন করা হবে বলে কর্তৃপক্ষ জানান।
×